১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল, স্কুল-২ এবং কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (১৫মার্চ)। এসটিআরসিএ-র বিধি অনুযায়ী এক মাসের মধ্যেই তার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছন, পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মোঃ আবদুর রহমান (উপসচিব)। আজ বুধবার (২০মার্চ) সকালে এডুকেশন বাংলাকে তিনি এ সংবাদ নিশ্চিত করেন।
তিনি বলেন, পরীক্ষার খাতা দেখার কাজ এখনো শুরু হয়নি। তবে অতিদ্রুত এ কাজ শুরু হয়ে যাবে। যেহেতু এসটিআরসিএ-র বিধি অনুযায়ী এক মাসের মধ্যেই তার ফলাফল ঘোষণা করার কথা সেহেতু আমরা অতিশীঘ্রই এর কাজ আরম্ভ করে দেব।
তিনি আরো বলেন, মেশিনের মাধ্যমে গোপনীয়তার সাথে খাতা মূল্যায়ণ করা হবে। এতে কোন প্রকার জালিয়াতি করার সুযোগ নেই। তবে সামনেই ঈদুল আযাহা উপলক্ষে অফিস ছুটি থাকবে বিধায় ঈদের আগে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না।