শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদের তথ্য সংশোধন ২৫ মার্চ পর্যন্ত

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা) শিক্ষকদের শূন্য পদের তথ্য সংশোধন করা যাবে আগামী ২৫ মার্চ রাত ১২টা পর্যন্ত। 
    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (উপসচিব) কাজী কামরুল আহছান-এর স্বাক্ষর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা) পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ই-রিকুইজিশন দাখিল করা হয় গত ১৮ মার্চ পর্যন্ত। দাখিলকৃত ই-রিকুইজিশনে যদি কোন ভুল ত্রুটি থাকে তবে তা সংশোধন/সংযোজন/বিয়োজন করা যাবে ২০মার্চ সকাল ১০টা থেকে ২৫মার্চ রাত ১২টা পর্যন্ত।

    নির্দেশিকাটি এনটিআরসিএ ওয়েবসাইটের ই-রিকুইজিশন প্লাটফর্ম নামক সেবা বক্সে পাওয়া যাবে।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ ২০মার্চ থেকে তাঁর আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের ই-রিকুইজিশনে পদের প্রাপ্যতা আছে কিনা, পদটি এমপিওভুক্ত কিনা এবং পদের কাম্য সংখ্যক শিক্ষার্থী আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে আগামী ২৫মার্চের মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের নিকট জমা দেবেন। যাচাইকালে ই-রিকুইজিশনে কোন ভুলত্রুটি চিহ্নিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে সংশোধন করে অনলাইনে জমা দেবেন।

    জেলা শিক্ষা অফিসারগণ ২০ মার্চ থেকে একই সময়ে তাঁদের আওতাধীন সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ই-রিকুইজিশন ভালভাবে পরীক্ষা নিরীক্ষা করে আগামী ২৫মার্চের মধ্যে অনলাইনে জমা দেবেন। ই-রিকুইজিশন যাচাইকালে কোন ভুলত্রুটি দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে তা সংশোধন করে জমা দেবেন।

    উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৮ মার্চ আবেদনের সময় শেষ হলেও ১৯ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করা যায়।