শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
  • ১৮তম নিবন্ধনের প্রিলির ফল চলতি মাসেই

    ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল এপ্রিল মাসেই প্রকাশ করা হতে পারে। ঈদের ছুটি শেষে দ্রুত সময়ের মধ্যে ওএমআর শিট মূল্যায়ন শেষে ফল প্রকাশ করা হবে।

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, শিক্ষক নিবন্ধনের নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের একমাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেভাবেই ফলাফল তৈরির সাথে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সব জেলা থেকে ওএমআর শিট পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। 

    নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা এডুকেশন বাংলাকে বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার সংগ্রহের প্রক্রিয়া শেষ হয়েছে। খাতা মূল্যায়নের জন্য ১০টি প্রতিষ্ঠান টেন্ডার ড্রপ করেছিল। এখান থেকে একটি প্রতিষ্ঠানকে ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব দেওয়া হবে। শিগগিরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খাতা মূল্যায়নের কাজ দেওয়া হবে।

    এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান এডুকেশন বাংলাকে  বলেন, এপ্রিলের মধ্যে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমরা এপ্রিলের শেষ দিকে ফল প্রকাশের ব্যাপারে আশাবাদি।