শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
  • ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১৫ মার্চ

    ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার ১৫ (মার্চ) অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী একদিনে দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকালে স্কুল ও স্কুল-২ পর্যায়ে এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    আজ ১২ (মার্চ) এ তথ্য নিশ্চত করেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মোঃ ওবায়দুর রহমান (উপসচিব)।

    বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ মার্চ (শুক্রবার) স্কুল ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। এরপর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। 

    এনটিআরসিএ কর্তৃপক্ষ মোঃ ওবায়দুর রহমান এডুকেশন বাংলাকে বলেন, আমাদের পরীক্ষা নেওয়ার প্রস্তুিতমূলক কাজ শেষ। পরীক্ষার প্রয়োজনীয় জিনিসগুলো প্রত্যেক কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। এতে করে পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই।

    পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে জানেত চাইলে তিনি বলেন, খাতা দেখার জন্য বাহিরের কিছু লোক নিয়োগ করতে হয়। তবে আমরা অতি দ্রুত ফল প্রকাশের চেষ্টা করব এবং এবছরের মধ্যেই নিয়োগের কাজ শেষ করব।

    তিনি আরো বলেন, যারা পরীক্ষা দিয়ে বসে আছেন তাদের জন্য এই রমজানে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

    পরীক্ষার ধাপসমূহ

    প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের।

    এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে।

    লিখিত পরীক্ষায় প্রার্থীদের স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।