শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
    • বিবিধ
    • শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত  স্থায়ী কমিটির দ্বিতীয় সভায় যে তিনটি সিদ্ধান্ত হলো

    শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত  স্থায়ী কমিটির দ্বিতীয় সভায় যে তিনটি সিদ্ধান্ত হলো

    শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত  স্থায়ী কমিটির দ্বিতীয় সভা আজ জাতীয় সংসদ ভবনের ২নং স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি, সাবেক শিক্ষামন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম নাহিদ এমপি' র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

    সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার,  কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবসহ, সিনিয়র কর্মকর্তাগণ ও এর অধীনস্ত  দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন। 

    সভায় অবসরপ্রাপ্ত বেসরকারী শিক্ষকদের অবসর সুবিধা ভাতা ও কল্যান তহবিলের অর্থ প্রাপ্তিতে বিদ্যমান  দীর্ঘসূত্রিতা ও আর্থিক অপ্রতুলতা নিরসনকল্পে মন্ত্রণালয় কর্তৃক একটি সার্বজনীন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

    বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে শুন্য পদগুলোতে দ্রুত নিয়োগদানের মাধ্যমে সর্বত্র কাজের গতিশীলতা বৃদ্ধির সিদ্ধান্ত  গৃহীত হয়। কোন কোন জায়গায়  নতুন সরকারিকৃত মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বেতন নির্ধারণ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করতে মন্ত্রণালয়ের সচিবকে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয়।