শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
    • বিবিধ
    • চিকিৎসার ছুটি শেষে ইউজিসিতে ফিরলেন চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ

    চিকিৎসার ছুটি শেষে ইউজিসিতে ফিরলেন চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ

    চিকিৎসার ছুটি শেষে প্রায় ৯ মাস পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ফিরেছেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। চেয়ারম্যানের একান্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, সোম ও মঙ্গলবার (১৫ ও ১৬ এপ্রিল) অধ্যাপক শহীদুল্লাহ অফিস করেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

    তবে চলমান চিকিৎসা সম্পূর্ণ শেষ না হওয়ায় আগামী মাসের শুরুতে ইউজিসি চেয়ারম্যানের আবারও দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে বলেও জানান তার একান্ত সচিব।

    জানা গেছে, ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য গত বছরের ২০ আগস্ট থেকে ৬ নভেম্বর পর্যন্ত ৭৬ দিন অস্ট্রেলিয়ার অবস্থান করেন। এরপরও চিকিৎসা শেষ না হওয়ায় তার দেশে ফিরতে দেরি হয়। অবশেষে প্রায় ৯ মাসের মাথায় তিনি ইউজিসিতে ফিরেছেন।

    চেয়ারম্যান ছুটিতে থাকাকালীন তার অবর্তমানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০২২ সালে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অসুস্থতাজনিত কারণে বিদেশে চিকিৎসার জন্য যান। তখন তার অনুপস্থিতিতে কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

    ইউজিসি সূত্র জানায়, অধ্যাপক কাজী শহীদুল্লাহ পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসার জন্য ২০২২ সালের ১৫ মার্চ দেশের বাইরে যান তিনি। এরপর কেমো থেরাপির মাধ্যমে চিকিৎসা চলতে থাকে তার।

    দুটি কেমো নেওয়ার পর অবস্থার অবনতি হয় ইউজিসি চেয়ারম্যানের। মাথার চুল পড়ে যাওয়ার পাশাপাশি খাওয়া বন্ধ হয়ে যায় তার। গত জুনে অধ্যাপক কাজী শহিদুল্লাহ’র চতুর্থ কেমো সম্পন্ন হয়। এরপর তার শারীরিক অবস্থার উন্নতি হয়।