বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নতুন নির্বাচিত সভাপতি ওমর ফারুখ। তিনি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালকের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. মহিব্বুল আহসান। তিনি একই বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত।
গতকাল ইউজিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন কমিশনের অডিটোরিয়াম ভবনে প্রতিষ্ঠানটির অফিসার্স অ্যাসোসিয়েশনের দশম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটদান শেষে প্রতিদ্বন্দী প্রার্থী ও কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. মোস্তাফিজার রহমান ও মো. আ. মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোরশেদ আহম্মদ এবং সদস্য এম মারুফ আলম জেমস, মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী ও মো. আবদুল্লাহ আল মামুন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ আমিনুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক শিবানন্দ শীল এবং জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।