শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
    • সংগঠন খবর
    • ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক শাহাদৎ

    ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক শাহাদৎ

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সাধারণ নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি এবং শাহাদৎ হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

    মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইউজিসি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

    কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন - সহ-সভাপতি মো. লিটন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম জীবন, কোষাধ্যক্ষ মো. বাবু হোসেন, প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইব্রাহীম সরদার। 

    সকাল ১০ টা থেকে বেলা ১:০০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. নাসির উদ্দন। নির্বাচনে ১৮৩ জন ভোটারের মধ্যে ১৮২ জন ভোট দেন। 

    ৯-সদস্য বিশিষ্ট এই কার্যানির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।