শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
    • সংগঠন খবর
    • নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রীকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির অভিনন্দন

    নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রীকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির অভিনন্দন

    নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপিকে অভিনন্দন ও  শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সমিতির আহবায়ক সাখায়েত হোসেন বিশ্বাস এবং সদস্যসচিব  মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা এ অভিনন্দন জানিয়েছেন।

    অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপিকে শিক্ষা পরিবারের অভিভাবক হিসেবে পেয়ে আমরা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি গর্বিত। মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্ব আমাদের আগামী দিনের চলার পথ আরও প্রশস্ত করল। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা পরিবার এক নতুন উচ্চতায় অধিষ্ঠিত হবে বলে আমাদের বিশ্বাস। শিক্ষা বান্ধব সরকার শিক্ষার গুণগতমান উন্নয়নের যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা বাস্তবায়নে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।