শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
    • মতামত
    • কারিকুলাম নিয়ে এক পাঠকের প্রশ্ন, উত্তর দেবেন কে ?

    কারিকুলাম নিয়ে এক পাঠকের প্রশ্ন, উত্তর দেবেন কে ?

    সাদমান সাকিব

    # অনেক স্কুলের শিক্ষক তাদের শিক্ষার্থীদের বাধ্য করে  করে, তাদের কাছে কোচিং করার জন্য। এটা  কি শিক্ষা মন্ত্রণালয় জানেন? আর সেই  ক্লাস টিচারদের  হাতে নম্বর দেওয়া হয়েছে।
    #  ২০২৪ সালে যারা নবম শ্রেনিতে উঠবে তাদের এসএসসি বোর্ড পরীক্ষায়  এর ৫০ শতাংশ নম্বর স্কুলের শিক্ষকদের হাতে। যে শিক্ষার্থী শিক্ষকের এর কাছে প্রাইভেট পড়বে  তাকে বেশি নম্বর দেওয়া হবে। আর প্রাইভেট পরবে না তাকে কম নম্বর ।যদি এমনটা হয় তবে সরকার কি করবে  আমরা তা জানতে চাই?
    #  এই কারিকুলাম চালু হওয়ার পরে ক্লাস ষষ্ঠ ও সপ্তম এর শিক্ষকরা কি কোচিং বাণিজ্য বন্ধ করছে?
    # আমাদের দেশে শিক্ষকদের বেতন অনেক কম।তাই প্রাইভেট পরানো কোন অপরাধ না।তবে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী দের প্রাইভেট পরানো অপরাধ। এই অপরাধের জন্য কয়জন শিক্ষকের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?
    # বিজ্ঞান শিখার জন্য দরকার ল্যাব।  আমাদের দেশে  এমন কয়টা স্কুল আছে যেখানে ল্যাব আছে এবং সেই  ল্যাব এ নিয়মিত ব্যবহারিক করানো হয়?