সাদমান সাকিব
# অনেক স্কুলের শিক্ষক তাদের শিক্ষার্থীদের বাধ্য করে করে, তাদের কাছে কোচিং করার জন্য। এটা কি শিক্ষা মন্ত্রণালয় জানেন? আর সেই ক্লাস টিচারদের হাতে নম্বর দেওয়া হয়েছে।
# ২০২৪ সালে যারা নবম শ্রেনিতে উঠবে তাদের এসএসসি বোর্ড পরীক্ষায় এর ৫০ শতাংশ নম্বর স্কুলের শিক্ষকদের হাতে। যে শিক্ষার্থী শিক্ষকের এর কাছে প্রাইভেট পড়বে তাকে বেশি নম্বর দেওয়া হবে। আর প্রাইভেট পরবে না তাকে কম নম্বর ।যদি এমনটা হয় তবে সরকার কি করবে আমরা তা জানতে চাই?
# এই কারিকুলাম চালু হওয়ার পরে ক্লাস ষষ্ঠ ও সপ্তম এর শিক্ষকরা কি কোচিং বাণিজ্য বন্ধ করছে?
# আমাদের দেশে শিক্ষকদের বেতন অনেক কম।তাই প্রাইভেট পরানো কোন অপরাধ না।তবে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী দের প্রাইভেট পরানো অপরাধ। এই অপরাধের জন্য কয়জন শিক্ষকের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?
# বিজ্ঞান শিখার জন্য দরকার ল্যাব। আমাদের দেশে এমন কয়টা স্কুল আছে যেখানে ল্যাব আছে এবং সেই ল্যাব এ নিয়মিত ব্যবহারিক করানো হয়?