নতুন কারিকুলাম সংস্কার ও পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন করেছে সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ। আজ (২৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনটির আহ্বায়ক রাখাল রাহা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির আহমেদসহ শতাধিক অভিভাবক মানববন্ধনে যোগ দেন। এসময় নতুন কারিকুলাম বন্ধের দাবি জানিয়ে রাখাল রাহা বলেন নতুন কারিকুলাম শিক্ষানীতি ২০১০ এর সাথে সাংঘর্ষিক। এই কারিকুলাম বাতিল করতে হবে।
নতুন কারিকুলাম বাতিল, নম্বরভিত্তিক মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতি চালু এবং দলগত কাজে ডিভাইস নিরুৎসাহিত করাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছেন শতাধিক অভিভাবক ।
সমাবেশে অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের দলগত কাজে ডিভাইস অনুৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের অধ্যায়নমুখী করতে হবে। যে ইন্ডিকেটর দিয়ে বাচ্চাদের মূল্যায়ন করা হচ্ছে, সেটি তো প্রতিবন্ধীদের জন্য প্রযোজ্য। যারা পড়তে জানে না, সংখ্যা চেনে না... তাদের এসব ইন্ডিকেটর শেখাতে হয়। কিন্তু আমাদের বাচ্চাদের এসব শিখিয়ে তাদের প্রতিবন্ধী করা হচ্ছে।
সম্মিলিত শিক্ষা আন্দোলনের দাবিগুলো হলো-