শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
    • প্রাথমিক
    • যে কারণে দুই প্রাইমারি শিক্ষকের সংযুক্তি বাতিল করতে পারেননি সচিব

    যে কারণে দুই প্রাইমারি শিক্ষকের সংযুক্তি বাতিল করতে পারেননি সচিব

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। একসময় টানা আড়াই বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিলেন। ২০২২ সালের ৩০ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেন। এরপরই সংযুক্তিতে থাকা অনেক শিক্ষকের সংযুক্তি বাতিলের মতো সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু নিজ এলাকার একটি স্কুলের দুই জন শিক্ষক সংযুক্তি নিয়ে ঢাকায় অবস্থান করলেও তাদের নিজ প্রতিষ্ঠানে ফেরত নিতে তিনি ব্যর্থ হন বলে স্বয়ং সচিব নিজেই স্বীকার করেছেন। উল্লেখ্য, এই মন্ত্রণালয়ে যোগদানের পর তিনি ৪৭৯ সংযুক্তি বাতিল করেন। রায়পুরার রিমোট এলাকার একটি স্কুল পরিদর্শন করতে গিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই সচিব। স্কুলটির শিক্ষার্থী সংখ্যা ৩০০ জন। স্কুলের শিক্ষকের পদ সাতটি। এই সাত জনের মধ্যে ঢাকায় দুই জন সংযুক্তি নিয়ে রয়েছেন। সংযুক্তি নেওয়া শিক্ষকদের মধ্যে একজন মতিঝিলের একটি স্কুলে আর এক জন মিরপুরে রয়েছেন। তিনি বলেন, এটা অন্যায়। এর ফলে ঢাকার বাইরের ঐ স্কুলের শিক্ষার্থীরা মাসের পর মাস শিক্ষকের অভাবে ভুগছে।

    সচিব আরো জানান, সংযুক্তি নেওয়া শিক্ষকের এক জনের স্বামী কর কমিশনার। নিজেদের সুবিধার জন্য তদবির করে তারা ঢাকায় সংযুক্তি নিয়ে এসেছেন। কোনো কাজ নেই, ঢাকায় বসে এসব শিক্ষক বেতন খাচ্ছেন। অথচ ঢাকায় শিক্ষকের দরকার নেই। আমি নিজেও এ দুই জনের সংযুক্তি বাতিলের চেষ্টা করেছি, পারিনি। তবে সচিবের এই অভিযোগে বিষয়ে রায়পুরার বর্তমান ও সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কোনো তথ্য দিতে পারেননি।

    খোঁজ নিয়ে জানা গেছে, মতিঝিলে প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক, যারা সংযুক্তি নিয়ে রয়েছেন এর সংখ্যা ১১ এবং মিরপুরে অতিরিক্ত শিক্ষক ১৫ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ঢাকার দারুস সালাম সরকারি প্রাথমিক স্কুলে প্রয়োজনের অতিরিক্ত চার শিক্ষক রয়েছেন।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্যহীনতা হ্রাস, বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার কারণ দেখিয়ে ২০২২ সালের ৮ ডিসেম্বর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের সংযুক্তি বাতিলের নির্দেশনা দিয়ে চিঠি জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ঐ আদেশের পর সব সংযুক্তি বাতিল হলেও পরে এক বছরের মধ্যে আরো শতাধিক শিক্ষক সংযুক্তি নিয়েছেন। এই সংযুক্তিতে বিভিন্ন প্রভাবশালী কর্মকর্তার আত্মীয়স্বজন রয়েছেন। তথ্য অনুযায়ী, বদলি নীতিমালা অনুযায়ী উপজেলার মোট পদের সর্বাধিক ১০ শতাংশ পদে সংশ্লিষ্ট উপজেলার বাইরে থেকে উপযুক্ত শিক্ষক পদ শূন্যসাপেক্ষে বদলি করা যাবে। কিন্তু ঢাকায় এই হার ১৭ শতাংশ। সর্বনিম্ন রংপুরে ১১ শতাংশ। বিধিমালায় সংযুক্তির বিষয়ে যা বলা আছে: সংযুক্তির ক্ষেত্রে নীতিমালায় বলা আছে, প্রাথমিক শিক্ষকদের জন্য

    মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) প্রযোজ্য ক্ষেত্রে, ডিপিএড/সিইনএড প্রশিক্ষণে এক বা একাধিক শিক্ষকের যোগদানের কারণে কিংবা কোন শিক্ষকের সাময়িক বরখাস্তজনিত কারণে বা মাতৃত্বজনিত ছুটি বা অন্য কোনো উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষক স্বল্পতা হেতু কোনো বিদ্যালয়ে পাঠদান বিঘ্নিত হলে উপজেলা/থানা শিক্ষা অফিসার এ প্রস্তাবের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত রেখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখপূর্বক (সর্বোচ্চ ১ বছরের জন্য) একই উপজেলার অভ্যন্তরে সংযুক্তির আদেশ প্রদান করতে পারবেন। মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্তির আদেশ বাতিল হবে। একই শিক্ষককে একাধিকবার সংযুক্তি দেওয়া যাবে না। সংযুক্তির আদেশ প্রদানকারী কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনস্বার্থে বা প্রশাসনিক কারণে উক্ত সংযুক্তির আদেশ বাতিল করতে পারবেন; অন্যত্র হতে সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি করপোরেশন সংযুক্তির ক্ষেত্রে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের অনুমোদনক্রমে এবং এতদ্ব্যতীত অন্যান্য ক্ষেত্রে মেয়াদ উল্লেখপূর্বক মহাপরিচা আদেশ জারি করবেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সংযুক্তি নেওয়া যায় না। আ অনুমতি দিয়েছি বলেই তারা সং্যক্তি নিয়েছেন। আর মন্ত্রণালয় চাইলে বাতিল করা সম্ভব।