শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
    • উচ্চ শিক্ষা
    • কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার কবে, জানা যাবে ২ এপ্রিল

    কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার কবে, জানা যাবে ২ এপ্রিল

    দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন উপাচার্যরা। আগামী ২ এপ্রিল জুম প্ল্যাটফর্মে এ বৈঠক হবে। ওইদিন কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যাবে।

    বৃহস্পতিবার (২৮ মার্চ) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান এ তথ্য জানিয়েছেন।

    অধ্যাপক ড. লুৎফুল আহসান বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী ২ এপ্রিল জুম মিটিং আছে। সেখানে ভর্তি পরীক্ষাসহ সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বিজ্ঞপ্তি আকারে সবকিছু জানানো হবে।

    জানা গেছে, গত কয়েক বছর ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। নতুন এ বিশ্ববিদ্যালয়টিসহ ৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়গুলো হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।