এবছর এইচএসসি পরীক্ষা আরম্ভ হতে পারে ৩০ জুন। শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এ প্রকাশ করা হবে ৪এপ্রিল এবং পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার (২১মার্চ) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীগণ আবেদন ফরম পূরণ করতে পারবে। কোন পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোন বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে তা কোনরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।
রেজিস্ট্রেশন নবায়নের সম্পর্কে বলা হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ে (৪র্থ বিষয় বাদে) অকৃতকার্য হয়েছে এবং ২০২৩ সালের প্রাইভেট পরীক্ষার্থীদের মধ্যে যারা এক বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা রেজিস্ট্রেশন নবায়ন করে শুধু ২০২৪ সালে ঐ এক বিষয়ে (৪র্থ বিষয় বাদে) পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন নবায়ন ফি প্রতি পরীক্ষার্থী ২৫০/ (দুইশত পঞ্চাশ টাকা)।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিলম্ব ফি সহ ২৯ এপ্রিল থেকে অনলাইনে ফরম পূরণ করে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়া যাবে ২মে পর্যন্ত।
জানা যায়, এবছর এইচএসসি পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে।