শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পির সাথে কওমি মাদ্রাসার প্রতিনিধিত্বশীল তরুণ আলেমদের একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা হয়।
গতকাল (৬মার্চ) সচিবালয়ে কওমি শিক্ষার টিচিং লার্নিং সিস্টেম, কারিকুলাম এবং চাকরি ক্ষেত্রে সমাস্যা ও সম্ভাবনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।
এই সময় উপস্থিত ছিলেন- ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, দ্বীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমাদ, বগুড়া মাদ্রাসাতুল মাদীনার প্রিন্সিপাল মুফতি মনোয়ার হোসাইন, বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের আহ্বায়ক মুফতি তানজিল আমির, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা রবিউল হক, মাহাদুস সাকাফার প্রিন্সিপাল মাওলানা আশরাফ আলম কাসেমী নদবী, নিকুঞ্জ মাদ্রাসাতু উসমান বিন আফফানের নায়েবে মুহতামিম মুফতি আফফান বিন শরফুদ্দীন, জামেয়া কারীমিয়া আরাবিয়ার শিক্ষক মাওলানা আবু বকর, সাভার খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমরুল শাহেদ, মুফতি আল আমীন প্রমুখ।