বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বর্তমান উপাচার্য চক্ষুরোগ বিশেষজ্ঞ শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত নতুন উপাচার্য হতে যাচ্ছেন অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক। আগামী ২৮ মার্চ শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে।
অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ছিলেন। এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে।
গতকাল বিকালে গণমাধ্যমকে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাকে কিছুক্ষণ আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রীর কাছে আমার নামের সারসংক্ষেপ পাঠানো হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর আমি চেষ্টা করবো শুধু বাংলাদেশ নয় আমাদের উপমহাদেশের অন্যতম হাসপাতাল হিসেবে বিএসএমএমইউকে গড়ে তোলার।
দেশব্যাপী চক্ষুরোগী ও চক্ষুবিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয় ও সুপরিচিত নাম অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন তিনি।