শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে বুয়েটের সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার তীব্র গরমে মাধ্যমিক স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলমান তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন: মানতে হবে যেসব শর্ত শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে
    • মেডিকেল
    • মেডিকেলে ভর্তির প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ

    মেডিকেলে ভর্তির প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ

    সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম দফা মাইগ্রেশনের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে থেকে প্রকাশ করা হয়েছে। ৬৩ জন প্রথম মাইগ্রেশনে মনোনীত হয়েছেন। 

    মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ৯ মার্চের মধ্যে মাইগ্রেশন হওয়া কলেজে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা ভর্তি না হলে উভয় কলেজ হতে ছাত্রত্ব বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে বিধিমোতাবেক মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পূরণকৃত অনলাইন মাইগ্রেশন ফরমের প্রাপ্ত তথ্যানুসারে স্বয়ংক্রিয়ভাবে নিয়মানুযায়ী ১ম দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

    নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হওয়ায় অপেক্ষামাণ তালিকা হতে ৬৩ (তেষট্টি) জনকে সরকারি মেডিকেল কলেজসমূহে শূন্য আসনে ভর্তির জন্য মনোনীত করা হলো। এ ক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় (কোড নং ৭৭) প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ান্তে অতি শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে। ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।’

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘অপেক্ষমাণ তালিকা ও অভিপ্রায়ণের (মাইগ্রেশন) ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেতে জানা যাবে। এ ছাড়া, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শুধু টেলিটকের 01550155555 নম্বর হতে এসএসএমের মাধ্যমে এ–সংক্রান্ত তথ্য জানানো হবে।’
    **মাইগ্রেশনের প্রথম তালিকা দেখুন
    https://dgme.portal.gov.bd/sites/default/files/files/dgme.portal.gov.bd/notices/f57c21dd_70f1_4709_b075_2582197411d4/2024-03-01-05-47-b968f283466272d36d57ececcc3dff39.pdf